নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের এজিফি ব্রিকস’কে ও ট্রাক্টর আরোহী এক ব্যক্তিকে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে এজিফি ব্রিকসকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালের দিকে অভিযান পরিচালনা করে এ জারিমানা করা করেন কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা।
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটা নেওয়ার কারণে এজিফি ব্রিকসকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১৩ মোতাবেক ৪০ হাজার টাকা জরিমানা করেন।
কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো. রেজা বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।
সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ জানাচ্ছি।