ফয়সাল মাহমুদ :
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আলতাফ উদ্দিন হাই স্কুল এমন আয়োজন করেন। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গন প্রানচাঞ্চল হয়ে উঠে।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে ছিলেন, মান্দারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দারি বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আলতাফ উদ্দিন মাহমুদ, আলতাফ উদ্দিন হাই স্কুলের প্রতিষ্ঠাতা নিলীমা আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন, মান্দারি বাজার বণিক সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, ব্যবসায়ী ওমর ফারুক, বিকেবি ক্লাবের সভাপতি ইসমাইল খান সুজন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকরা যদি আন্তরিক হয় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার মান বৃদ্ধি পাবে। আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর শিক্ষকরা বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স শেষ করে শিক্ষকতা করছে। কিন্তু দুঃখের বিষয় সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর শিক্ষার মান দিন দিন নিচের দিকে যাচ্ছে। তাই তো অভিভাবকরা এখন শিক্ষার্থীদের প্রাইভেট স্কুল গুলোতে পড়াচ্ছেন।
তিনি আরো বলেন, পড়ালেখার মান বৃদ্ধি হলে শিক্ষার্থী খোঁজা লাগবে না। অভিভাবকরা সব সময় চায় তার বাচ্চা ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করুক। তাই শিক্ষকদের আন্তরিকতা থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান সামনের দিকে অগ্রসর হবে।