লক্ষ্মীপুরে নারী উদ্যোক্তা হচ্ছেন ২৬৫ জন, হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে লক্ষ্মীপুর সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার হার পাওয়ার প্রকল্পের ২৬৫ জন নারী প্রশিক্ষণার্থীর সাথে সার্বিক মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা সোমবার সকালে অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর সদর উপজলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান।

লক্ষ্মীপুর সদর উপজলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মুকবুল হোসেন।

মতবিনিময় সভায় হার পাওয়ার প্রকল্পের ২৬৫ জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের স্বাবলম্বী হওয়ার জন্য আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে ২৬৫ টি ল্যাপটপ প্রদান করা হয়।

এই প্রকল্পে ৬ মাসের প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণার্থীরা কল সেন্টার, আউট সোর্সিং, গ্রাফিক্স ডিজাইনার ও ওয়েব ডিজাইনার হিসাবে কাজ করবে।

প্রশিক্ষণরত অবস্থায় ইতোমধ্যেই কয়েকজন নারী উদ্যোক্ত‍া আয় শুরু করেছেন বলে তারা মতবিনিময় সভায় জানান।

এ সময় প্রকল্পের কর্মকর্তা,নগণমাধ্যম কর্মী ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *