নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
জমজমাট আয়োজনে শেষ হয়েছে রাখালিয়া আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪।
বুধবার (৭ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সঞ্জয় চন্দ্র শীল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক মেম্বার আব্বাছ উদ্দিন পাটোয়ারী, সঞ্চালনা ছিলেন সহকারী শিক্ষক ফাতেমা তুল জান্নাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঞ্জয় চন্দ্র শীল।
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আশ্রাফ উদ্দিন জনি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের শিশুরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্ববাধনে ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ছায়েদ। তাদের মধ্যে গণমান্য ব্যক্তি ছিলেন সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা পাটোয়ারী, ইউপি সদস্য আশ্রাফ উদ্দিন জনি, হুমায়ুন পাটোয়ারী, কামাল ভূঁইয়া প্রমুখ।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।