নারী উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : প্রতিমন্ত্রী সিমিন হোসেন

নিজস্ব প্রতিবেদক :

সর্বজয়া নারী উদ্যোক্তা সংস্থার পণ্য প্রদর্শনী ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেন, উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। প্রত্যেক উদ্যোক্তাকে এক একটি ইন্ডাস্ট্রিতে পরিণত হতে হবে।

০৬ ফেব্রুয়ারি সন্ধ্যায়, ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে বক্তব্য প্রদান কালে মাননীয় প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের উন্নয়নে নারী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে এবং দেশকে এগিয়ে নিতে অবদান রাখতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে নারীরা এখন এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে। নারী পুরুষের সমতা আনয়নে সরকার কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, নারীদেরকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে এবং অনলাইন ব্যবসার সাথে অভ্যস্ত হতে হবে।

শুধু চাকুরির পিছে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী উদ্যোক্তা করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *