লক্ষ্মীপুর জেলায় ২ দিনের ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার স্কুল-কলেজসহ ২৭টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৪৫ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলার উদ্বোধন করা হয়।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বেলুন উড়িয়ে দুদিনের এ মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেন প্রমুখ।

এ সময় অতিথিরা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের তৈরিকৃত কারিকুলাম পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *