সিলেটে টায়ার-থ্রি স্ট্যান্ডার্ড ডেটা সেন্টার উদ্বোধন করেছে গ্রামীণফোন

নিউজ ডেস্ক:  

স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে সিলেটে প্রথম দেশের সবচেয়ে বৃহৎ ও অত্যাধুনিক “টায়ার-থ্রি স্ট্যান্ডার্ড ডেটা সেন্টার” উদ্বোধন করেছে গ্রামীণফোন।দুপুরে সিলেটের তেতলি এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান।

এসময় উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের প্রধান প্রযুক্তি কর্মকর্তা জয় প্রকাশ, জেডটিই এর দক্ষিন এশিয়া অঞ্চলের সভাপতি ইয়ান চাংজি, জেডটিই এর ম্যানেজিং ডিরেক্টর মা লিয়াং, গ্রামীণফনের টাওয়ার ইনফ্রার প্রধান আব্দুর রায়হান সহ অন্যান্য কর্মকর্তারা।

ডেটা সেন্টারের পরিচিতি ও আলোচনা পর্ব শেষে কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, এই ডেটা সেন্টার বিশ্বায়নের যুগে প্রযুক্তিগত এক বিস্ময় নিয়ে এসেছে। যা দেশের যেকোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে বৃহত্তম। গ্রাহকদের সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করতে জেডটিই-এর সহযোগিতায় এই ডেটা সেন্টারটি স্থাপন করা হয়েছে বলে জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *