লক্ষ্মীপুরে সাড়ে ৮ শত কেজি জাটকা রেখে পালালেন বিক্রেতারা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রায়পুরে সাড়ে ৮ শত কেজি জাটকা জব্দ করা হয়। 

গতকাল সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে জাটকাগুলো স্থানীয় ৭টি এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়।

এর পূর্বে সকালে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের পুরান বেড়ি এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান পরিচালনা করেন। 

অভিযানিক টিমকে দেখে জেলে ও বিক্রেতারা পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

লক্ষ্মীপুর জেলা মৎস্য অফিস সূত্র থেকে জানা যায় যে, ক্ষতিকর অবৈধ জাল অপসারণের লক্ষ্যে নদী এলাকায় অভিযান চলছে চলবে। মাসব্যাপী কয়েক ধাপে এ অভিযান চলবে। সে লক্ষ্যেই পুরান বেড়ি এলাকায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। জাটকা শিকার ও বিক্রি আইনত দণ্ডনীয় হলেও কয়েকজন জেলে তা করছিলেন। 

অভিযানের সময় জেলে ও বিক্রেতারা পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে সাড়ে ৮ কেজি জাটকা জব্দ করা হয়।

লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. আবু তাহের বলেন, মজুচৌধুরীর হাট নৌ পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *