বাজারে আলু-পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪ গুণ দামে

নিজস্ব প্রতিবেদক :

এক কেজি আলু ও পেঁয়াজের উৎপাদন খরচ যথাক্রমে ১৫ টাকা ৯৫ পয়সা ও ২৩ টাকা ৮৭ পয়সা। অথচ রাজধানীর বাজার গুলোতে বিক্রি হচ্ছে তিন থেকে চার গুণ বেশি দামে।

রাজধানীর কারওয়ানবাজারে সবজি বিক্রেতা মোহাম্মদ আশরাফুল জানান, প্রতিকেজি বেগুন বিক্রি করছেন ৭০ থেকে ৮০ টাকা দরে। অথচ কৃষি বিপণন অধিদফতরের হিসাব বলছে, এক কেজি বেগুনের উৎপাদন খরচ মাত্র ১০ টাকা ২৬ পয়সা।

তিনি আরও বলেন, ‘মোকামে বেগুনের দাম বেশি। কৃষক তো তেমন একটা দাম পায় না। আমাদের দেশে যারা পণ্য উৎপাদন করে, তাদের কোনো দাম নাই।’

গত বছর মৌসুমের শুরুতে অর্থাৎ মার্চে কৃষকরা প্রতিকেজি আলু বিক্রি করেছিলেন ২০ টাকার কমে। যদিও জুনের পর কৃষকের কাছে বীজ আলু ছাড়া অবশিষ্ট থাকে না কিছুই। তবে সিংহভাগই মজুত করেন হিমাগার মালিক, ব্যবসায়ী ও আড়তদাররা। জুনে আলু বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।

এদিকে ক্রেতারা বলছেন, সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে অসাধু চক্রকে দেওয়ানি ও ফৌজদারি শাস্তির আওতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *