রোজায় বেশি লাভ করতে খেজুর আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা

বানিজ্য ডেস্ক নিউজ :

আসন্ন রমজানে সংকট সৃষ্টির মাধ্যমে দাম বাড়ানোর সুযোগ নিতে খেজুর আমদানি কমিয়েছেন ব্যবসায়ীরা। সাড়ে তিন মাসে বাংলাদেশে খেজুর আমদানি হয়েছে মাত্র ১০ হাজার ৮০ মেট্রিক টন। যা গত বছর এ সময়ের তুলনায় অর্ধেকেরও কম।

রমজান শুরুর হওয়ার এখনও দেড় মাস বাকি থাকলেও অস্থির হয়ে উঠেছে দেশের খেজুরের বাজার। গত কয়েক সপ্তাহে সব ধরনের খেজুরের দাম বেড়েছে কেজি প্রতিতে ১৪০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। বিশেষ করে, প্রিমিয়াম কোয়ালিটির মাশরুক খেজুর ৫ কেজির প্যাকেট ৭ হাজার ২০০ টাকা এবং মেজদুল ৬ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এসব খেজুরের দাম ছিল ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত এবং একেবারে সাধারণ মানের ১ হাজার ৮০০ টাকার সুগাই ২ হাজার ৫০০ টাকা এবং ২ হাজার ৫০০ টাকার মাব্রুম খেজুর বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ টাকায়।

বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল আলম জানিয়েছেন, শুল্ক অস্বাভাবিকভাবে হারে বেড়ে যাওয়ায় খেজুরের দাম অনেক বেশি বেড়ে গেছে। কাজেই আগামীতে বাজারে যে খেজুর সংকট দেখা দেবে, তা শতভাগ নিশ্চিত করেই বলা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *