বাকেরগঞ্জে তিনটি ইট ভাটা ভেঙে দিল : পরিবেশ অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক :

বাকেরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি  ইট ভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে অবৈধ  ইট ভাটা বন্ধে এ অভিযান  পরিচালনা করে  পরিবেশ অধিদপ্তর। দুইদিন  ব্যাপী অভিযানে  তিনটি  অবৈধ ইট ভাটা  গুরিয়ে দিয়েছে।

মঙ্গলবার বেলা  ১১ টায়  পরিবেশ অধিদপ্তরের মনিটরিং  এন্ড এনফোর্সমেন্ট উইং – এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সালেহা সুমি আক্তারের নেতৃত্বে  অভিযানে  উপজেলার আউলিয়াপুরে এমআরবি ইট ভাটা (ফিক্সড চিমনির) ভেঙে ফেলে দিয়েছে। সেই  সাথে  ভাটার মালিক  মশিউর রহমান  জমাদ্দারকে  ২০,০০০/-( বিশ হাজার)  টাকা জরিমানা করেছে।

অপরদিকে  বিকেল ৩ টায়  উপজেলার  কলসকাঠির উওর সাদিস মেসার্স  যমুনা  ব্রিকস নামের  ইট ভাটা ও গুড়িয়ে  দিয়েছে এবং  একই সাথে  মালিককে ৫০,০০০/-( পঞ্চাশ )  হাজার টাকা  জরিমানা করেছে। এবং  বিকাল ৪ টায় কলসকাঠির পূর্ব  বাগদিয়ার মেসার্স  ২ স্টার ব্রিক ফিল্ডও ভেঙে  গুড়িয়ে  দিয়েছে অভিযান সংশ্লিষ্ট  ব্যক্তিরা।

অভিযানে প্রসিকিউশন প্রদান করেন  পরিবেশ অধিদপ্তর বরিশাল  জেলা কার্যালয়ের সহকারী  পরিচালক শেখ কামাল  মেহেদী।

অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় উপ- পরিচালক এ এইচ এম রাশেদ। এবং সার্বিক  সহযোগিতা করেন এপিবিএন বরিশাল  রেঞ্জ  ও ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *