শিক্ষকরাই পারেন শিক্ষার্থীদের মূল্যবোধে উজ্জীবিত করে সমাজকে আলোকিত করতে : জেলা প্রশাসক সুরাইয়া জাহান

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, স্মার্ট দেশ গড়তে হলে, ছাত্রছাত্রীদের স্মার্ট হতে হবে। আর সঠিক শিক্ষার মাধ্যমে তাদের স্মার্ট ও সুশিক্ষিত হতে আপনাদের (শিক্ষক) ভূমিকা রাখতে হবে। একজন শিক্ষকই পারেন, শিক্ষার্থীদের মূল্যবোধে উজ্জীবিত করে সমাজকে আলোকিত করতে। এজন্য আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। 

আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষানীতিতে লক্ষ্মীপুর সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের’ সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বলেন।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান আরও বলেন, আমরা ছোটবেলা শিখে এসেছি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সেই জাতির কারিগর হচ্ছেন (শিক্ষক) আপনারা। আজ আমরা সোজা হয়ে দাঁড়াতে পারছি আপনাদের কারণে। গত ৬ মাসে আমি (ডিসি) বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে পরিদর্শন করে বুঝছি এ জেলায় শিক্ষার মান এখনও পর্যন্ত মানসম্মত হয়নি। এজন্য সবাই মিলেমিশে কাজ করব মানসম্মত শিক্ষার জন্য। মানসম্মত শিক্ষা পেলে ছেলেমেয়েরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে।

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আক্তার হোসেন শাহিন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদারসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *