নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার রামগতিতে পাঁচটি দোকানিকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর।
গতকাল শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার রামদয়াল বাজারে অভিযান চালিয়ে এসব দোকানিকে জরিমানা করেন লক্ষ্মীপুর জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক নুর হোসেন।
পণ্য তালিকা না থাকায়, অপরিচ্ছন্ন খাবার পরিবেশন, মেয়াদোত্তীর্ণ খবার রাখাসহ বিভিন্ন অভযোগে মদিনা বেকারিকে ১০ হাজার টাকা, হাবিব হোটেলকে ২ হাজার টাকা, ওদুদ স্টোরকে ৪ হাজার টাকা, ফাহিমা মেডিকেল হলকে ১০ হাজার টাকা ও যমুনা ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
লক্ষ্মীপুর জেলা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন কমলনগর রামগতি স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
নুর হোসেন বলেন, এটি নিয়মিত অভিযানের অংশ। এমন অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।