শীতার্থ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে কম্বল বিতরণ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় কনকনে শীতের মধ্যে রাতের আঁধারে শীতার্থ দরিদ্র জনগোষ্ঠীর ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এ সময় বাসা বাড়ির পাশাপাশি বিভিন্ন হাট বাজার, বাসষ্ট্যান্ড ও বিভিন্ন লোকালয়ে ভাসমান মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন আরিফুর রহমান।

এক সপ্তাহ যাবত উপজেলার দরিদ্র মানুষের পাশে এসে দালাল বাজার ইউনিয়নের মহাদেপবুর আশ্রায়ন প্রকল্প, উত্তর হাামছাদী, আধাঁর মানিক, কুশাখালী ও চররমণী মোহন ইউনিয়ন আশ্রায়ন প্রকল্পের অধিবাসীদের ঘরে ঘরে সহস্ত্রাধিক কম্বল পৌঁছে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন তাঁর সাথে ছিলেন।

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে দালাল বাজারে দরিদ্র জনগোষ্ঠীর মাাঝে কম্বল বিতরণ করা হয়। 

এ সময় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র থাকবেনা। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।

সেই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সামর্থবান ব্যক্তিবর্গকে তিনি শীতার্থ দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

আরিফুর রহমান আরও বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল জড়িয়ে দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিযোগ করতে হবে।

ছিন্নমূল, ভাসমান ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্য়ক্রম অব্যাহত থাকবে বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান সাংবাদিকদের জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *