মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কোয়াইংছড়ি পাড়া এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ১ শত ৩০ বোতল বিদেশী মদ ও ৭ শত ১৫ ক্যান বিয়ার উদ্ধার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এসময় এক রোহিঙ্গাসহ ৩ জন মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বর্তমানে কক্সবাজার জেলার টেকনাফ সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ড নয়াপাড়া মাদুরান মেম্বারের ভাড়া বাসা এবং উখিয়া বালুখালী-২, ১১ নং ক্যাম্প, ব্লক-বি/১৪ এর বাসিন্দা মৃত আব্দুল গাফফারের পুত্র শামসুর রহমান (২২), সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড হারিয়াখালীর মৃত আব্বাস আলীর পুত্র কলিমুল্লাহ (২৭) ও একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আচারবুনিয়ার মৃত সৈয়দ আহমদের ছেলে আমির হোসেন (৩৫)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকর্মীদেরকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৫ জানুয়ারী) রাতে
র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, কতিপয় মাদক ব্যবসায়ী দুইটি ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) যোগে মাদকদ্রব্য বহন করে সাবরাং ইউনিয়ন পরিষদ থেকে সাবরাং জিরো পয়েন্ট রোডস্থ কোয়াইংছড়ি পাড়া তিন রাস্তার মোড়ের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কোয়াইংছড়ি পাড়া তিন রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে তিনজন ব্যক্তি ব্যাটারী চালিত ২টি ইজিবাইক (টমটম) থেকে নেমে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন ব্যক্তি টমটমের ড্রাইভার এবং একজন রোহিঙ্গা নাগরিক বলে জানায়। এছাড়াও জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সাথে থাকা ব্যাটারী চালিত টমটমে বিয়ার ও বিদেশী মদ রয়েছে। পরবর্তীতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত টমটম ২টি জব্দ করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতদের দেহ ও টমটম তল্লাশী করে সর্বমোট ১৩২ বোতল বিদেশী মদ (যার প্রতিটির গায়ে ইংরেজীতে GLAN MASTER FINEST BLENDED WHISKY 43% VOL 70 CL লেখা আছে), ২২০ ক্যান বিয়ার (যার প্রতিটি ক্যানের গায়ে ইংরেজীতে ANDAMAN GOLD ALC 5% ABV LAGER BEER লেখা আছে), ১৬৫ ক্যান বিয়ার (যার প্রতিটি ক্যানের গায়ে ইংরেজীতে YANGON AMBER BEER ALC 5.4% Vol 500 ml লেখা আছে) এবং ৩৩০ ক্যান বিয়ার (যার প্রতিটি ক্যানের গায়ে ইংরেজীতে LA CERVEZA ESPECIAL EXTRA LAGER BEER el Diablo SUPER STRONG BREW 12% ALC লেখা আছে) উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিয়ার ও বিদেশী মদসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে। প্রথমত, তারা অবৈধভাবে বিভিন্ন মাদক পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করতো। পরবর্তীতে অভিনব কায়দায় অবলম্বন এবং পরিবহন কাজে টমটম ব্যবহার করে স্থানীয় এলাকাসহ কক্সবাজার ও দেশের বিভিন্ন স্থানে এই মাদক বিক্রয় করতো বলে জানায়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত মদ-বিয়ারসহ
আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।