মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :
মাত্র চার দিনের ব্যবধানে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে আবারও আগুন লেগেছে।
ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে সময় লাগবে বলে জানিয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বেনারকে বলেন, “উখিয়া ৫ নম্বর ক্যাম্পে আগুন লাগার খবরে আমাদের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে। সবাই মিলে আগুন নেভাতে সক্ষম হই।”
এর আগে গত শনিবার রাতে উখিয়ায় রোহিঙ্গা শিবিরের একই ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় এক হাজার ঘর পুড়ে যায়। শীতের মধ্যে ওইসব পরিবারের কয়েকশ সদস্য মানবতার জীবন যাপন করছেন।
উখিয়া পাঁচ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইসহাক বেনারকে বলেন, “একটি আগুনের ঘটনার কয়েকদিন না যেতেই আবারো ক্যাম্পে আগুন লেগেছে। সরকারের দমকল বাহিনীসহ স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এর আগেও এই ক্যাম্পে আগুন লেগে প্রায় এক হাজার ঘরবাড়ি পুড়ে গেছে। বারবার আগুন লাগাটা সন্দেহজনক মনে হচ্ছে। অগ্নিকাণ্ড পুড়ছে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা শিবিরের ঘরবাড়ি।