দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছেন ৩৪ দেশের ১২৬ জন। এরই মধ্যে ঢাকায় এসেছেন প্রায় ৭০ জন।
ইসি জানিয়েছে, সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২২৭ জন বিদেশি নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরাও ছিলেন। এদের মধ্যে ১২৬ জন বিদেশিকে নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছে কমিশন।
আগারগাঁও বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সাংবাদিককদের ব্রিফিংয়ে শনিবার (৬ জানুয়ারি) নির্বাচনের আগে এ তথ্য জানায় নির্বাচন কমিশন।
কমিশনের তথ্য অনুযায়ী, ৩৪ দেশের পাশাপাশি ওআইসি, সার্ক, ফেমবোসা ও কমনওয়েলথের মতো সংস্থাগুলোও দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে নিজেদের প্রতিনিধি পাঠিয়েছে।
কমিশন কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত–এই তিন শ্রেণিতে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এদের মধ্যে রাশিয়া, ভারত, মরিশাস ও শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের প্রতিনিধি রয়েছেন।
ইসির অনুমোদন পাওয়া তালিকায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, জাপান, ভারত, পোল্যান্ড, ফিলিস্তিন, বেলজিয়াম, পর্তুগাল, নেদারল্যান্ডস, জর্ডান, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের নাগরিক রয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিভিন্ন দেশের ৭৬ জন বিদেশি সাংবাদিকও নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের জন্য মাঠে থাকবেন।