নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকর সমর্থককে জরিমানা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নৌকা সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১টা ৫মিনিটের দিকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুমিল্লা জেলার বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন।

তিনি জানান, মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে বিনা অনুমতিতে সমাবেশ এবং নির্ধারিত সময়ের পূর্বে মাইক ব্যবহার করায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১৮ বিধি অনুযায়ী আওয়ামী লীগ প্রার্থী আবু জাফর মোহাম্মদ শামীম এর পক্ষে মো. সোহাগ কে ৫ হাজার এবং মো. রাহান কে ৫ হাজার করে মোট ২টি মামলায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত করার স্বার্থে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা এলাকায় এই অভিযান অব্যাহত রাখবো বলেও জানান মো.মঈন উদ্দিন।

উক্ত মোবাইল কোর্টে সহযোগিতা করেন বরুড়া থানা পুলিশের একটি চৌকষ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *