টেকনাফে বিপুল পরিমাণ মাদকসহ আটক-২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

টেকনাফ সীমান্ত প্রহরী বিজিবি সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩৯ হাজার ১৯০পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) অভিযান দুটির সত্যতা নিশ্চিত করেন, টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ “বিজিবিএমএস”

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোয়াইক্যং উনছিপ্রাং এলাকায় প্রধান সড়কে যাত্রীবাহি একটি সিএনজিতে তল্লাশী অভিযান পরিচালনা করার সময় সন্দেহজনক এক যাত্রীর গায়ে থাকা জ্যাকেটের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত ৯,১৯০ পিস ইয়াবা উদ্ধার করার পাশাপাশি মাদক পাচারকারী যাত্রীকে আটক করা হয়।

আটক ব্যাক্তি হলেন- হোয়াইক্যং খারিঙ্গাঘোনা এলাকার মৃত আমির হোসেনের পুত্র মো. সৈয়দুল আমিন (৩৫)।

অপর দিকে, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি টহল দলের সদস্যরা টেকনাফ সদর ইউপি নাজিরপাড়া নাফ নদী সংলগ্ন বেড়ীবাঁধ এলাকা থেকে একটি পলিথিনের ব্যাগসহ এক যুবককে আটক করে। এরপর আটক যুবকের ব্যাগটি তল্লাশী করে ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটক যুবক হলেন- টেকনাফ পৌরসভা দক্ষিন জালিয়াপাড়া এলাকার মো.ইয়াকুব আলীর পুত্র মো. আব্দুল খালেক (২৩)।

তিনি আরো বলেন, আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *