চাঁদপুর জেলায় পুনাক কর্তৃক  বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুর জেলায় পুনাক কর্তৃক বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক উদযাপিত হয়।

গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর)  সভানেত্রী জনাব নূরজাহান ইসলাম, পুনাক চাঁদপুরের সভাপতিত্বে আউটার স্টেডিয়াম, চাঁদপুর বিজয় মেলা মঞ্চে পুনাক চাঁদপুর কর্তৃক আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার, নৌ-পুলিশ, চাঁদপুর (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম,পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর এবং প্রধান উপদেষ্টা পুনাক, চাঁদপুর মহোদয়, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা  এম. এ. ওয়াদুদ কমান্ডার, জেলা মুক্তিযুদ্ধা সংসদ, চাঁদপুর।

মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা শেষে পুনাক সভানেত্রী সকলের উদ্দেশ্যে জানান- শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। পুলিশ সদস্য ও পুনাক, চাঁদপুরের ছাত্রছাত্রীগণ সংগীত, নৃত্য, কবিতা ও নাটক প্রদর্শনীতে অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা প্রাণবন্ত হয়ে উঠে। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চিত্রাকর্ষক সাংস্কতিক সন্ধ্যার আয়োজনের জন্য পুনাকের অধ্যক্ষদের ভূয়সী প্রশংসা করেন। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, ( পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সহ-সভাপতি জনাব পূজা দাশ রায়, পুনাক চাঁদপুর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) জনাব পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) জনাব শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব  ইয়াসির আরাফাত সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পুনাক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *