লক্ষ্মীপুর জেলায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেল ৫ শতাধিক রোগী

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার সদরে প্রায় ৫ শতাধিক অসহায়, গরীব ও দুস্থ রোগীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন মাওলানা আখতার আহমদ ফাউন্ডেশন। 

গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসায় প্রাঙ্গণে ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেয়া হয়। প্রধান অতিথি ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আহম্মদ ফেরদাউস মানিক।

ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল মান্নান, সভাপতি মাওলানা মাঈন উদ্দিন ফারুক, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মাহমুদসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন ।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছেন লক্ষ্মীপুরের সদরের ইউনিয়  মান্দারী ও তেওয়ারিগঞ্জসহ বিভিন্ন এলাকার প্রায় ৫শতাধিক রোগী।

সকাল ৮ থেকে শুরু হওয়া কার্যক্রমে অংশ নেন ডায়বেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম, জেনারেল মেডিসিন ও নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. মো. তারেক, মেডিকেল অফিসার (গাইনী) ডা. ফারজানা জাহান মিতু, ডা. সাহারা শারমিন ও ডা. আতিকুর রহমান। 

ক্যাম্পে ব্যবস্থাপত্রের সাথে রোগীকে তাৎক্ষনিক ওষুধ প্রদান এবং ডেন্টাল রোগীদের মাঝে টুথপেষ্ট ও ব্রাশ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *