মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং উনচিপ্রাং,কাঞ্জরপাড়া এলাকায় গ্রেফতারী পরোয়ানা ও এজাহারভুক্ত দুই আসামীকে পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃত আসামিরা হলেন,টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনচিপ্রাং মৃত রশিদ আহামদ প্রকাশ মৌলভী রুস্তম আলীর ছেলে আতিকুর রহমান (৫০) এবং একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড কাঞ্জরপাড়া(কোনারপাড়া) এলাকার শহর মুল্লুকের ছেলে ইমাম হোসেন (৪০)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিআর-৪৫০/২৩ (টেকনাফ, কক্সবাজার) এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারা মোতাবেক গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। উক্ত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী টেকনাফ থানাধীন উনচিপ্রাং এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আতিকুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী এবং এ যাবত পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে স্বীকার করে।
এছাড়া অপরদিকে একইদিনে র্যাব-১৫ অপর
আভিযানিক দল টেকনাফ থানার মামলা নং ৬০/৮২৭, সিআর-৫৮০, ধারা ১০৯/১৪৩/৩৬৫/ ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড ১৮৬০ মোতাবেক এজাহারভুক্ত পলাতক আসামী ইমাম হোসেনকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার বিশেষ গোয়েন্দা নজরদারী ও তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে,উক্ত মামলার এজাহারভুক্ত পলাতক আসামী টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে ইমাম হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার এজাহারভুক্ত পলাতক আসামী এবং এ যাবত পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল বলে স্বীকার করে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত পরোয়ানা ও এজাহারভুক্ত দুই আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।