মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজার টেকনাফ পৌর এলাকার অলিয়াবাদের মামুন নামের এক যুবকের বাড়ি থেকে উদ্ধার হওয়া ৩ টি বাঘের বাচ্চা বা ছানা কে চকরিয়া দোলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে হস্তান্তর করেছেন টেকনাফ বন বিভাগ। উদ্ধার বাঘের বাচ্চা গুলো ১৫ থেকে ২০ দিন বয়সের হলেও প্রতিটির ওজন আনুমানিক ৭০০ থেকে ৮০০ গ্রাম বলে জানিয়েছেন বন বিভাগ।
রবিবার (১২ নভেম্বর) দুপুরে ওই ৩টি বাঘের ছানা কে হস্তান্তর করেন টেকনাফ বন বিভাগ।
সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে টেকনাফ পৌর এলাকার অলিয়াবাদের এক যুবকের বাড়ির পরিত্যক্ত জমির ঝুপ – ঝাঁড় পরিস্কার কর ছিলেন শ্রমিকেরা। এমন সময়ে হঠাৎ তারা ৩টি প্রাণীর বাচ্চা দেখে তাদের মালিকের বাড়িতে নিয়ে আসেন। পরে বাড়ির মালিক বাচ্চা গুলো দেখে বাঘের বাচ্চা মনে হলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা এসে ওই যুবকের বাড়ি থেকে বাঘের বাচ্চা গুলো উদ্ধার করে টেকনাফ বন বিভাগের হেফাজতে নিয়ে যায়। বাচ্চা গুলো দেখে তাৎক্ষণিক বন কর্মীরা ধারনা করেছেন, উদ্ধার হওয়া বাচ্চা গুলো মেছো বাঘের বাচ্চা। তবু উদ্ধার বাচ্চা গুলোর ছবি আরো নিশ্চিত হতে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।
এ বিষয়ে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, অলিয়াবাদ মামুন নামের এক যুবকের বাড়ি থেকে মেছো বাঘের বাচ্চা গুলো উদ্ধার করে ঊর্ধ্বতনও কর্তৃপক্ষের নির্দেশে আজকে দোলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।