রোহিঙ্গাদের সাথে কথা বলে প্রথমদিনে মিয়ানমার ফিরে গেছেন প্রতিনিধি দল

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :

দমন পীড়ন ও নির্যাতনে জোরপূর্বক নিজদেশ মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর তাদের প্রত্যাবাসনের বিষয়ে কথা বলতে ফের কক্সবাজারের টেকনাফে আসেন মিয়ানমার সরকারের ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রথমদিনের বৈঠক শেষে তারা মিয়ানমার ফিরে যান। এ বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের অতিরিক্ত কমিশনার মো. সামছু-দ্দৌজা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নৌপথে নাফনদী দিয়ে দুটি ট্রলারে টেকনাফ জেটিঘাটে পৌঁছায় মিয়ানমারের আরকান রাজ্যের সাউ নাইং এর নেতৃত্বে ৩২ সদস্যের একটি প্রতিনিধি দল।এ সময় মিয়ানমারের প্রতিনিধিদলকে স্বাগত জানান শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মুহাম্মদ সামছু দ্দৌজা।

এরপর নিরাপত্তার মধ্যে দিয়ে জেটিঘাট থেকে গাড়িতে করে মিয়ানমারের প্রতিনিধিদলকে নেওয়া হয় টেকনাফ সড়ক জনপথ বিভাগের নদী নিবাস বাংলোতে। সকাল ১০টার দিকে সেখানে উপস্থিত রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা।

জানা যায় ,মঙ্গলবার টেকনাফের ২৬-২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা ১৮০ জন রোহিঙ্গাদের সাথে পৃথকভাবে দু’টি দলে ভাগ হয়ে মিয়ানমারের প্রতিনিধি দল তাদের সঙ্গে কথা বলেন। প্রতিনিধিদল তাদের সঙ্গে প্রত্যাবাসন ইস্যুসহ জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদের তথ্য যাচাই-বাছাই করা হয়। তারা প্রথমদিন কথা বলা শেষে সন্ধ্যার দিকে প্রতিনিধি দলটি মিয়ানমারে ফিরে যান।আগামী কাল দ্বিতীয় দিনেও আলোচনা করার কথা রয়েছে।

মুহাম্মদ সামছু দ্দৌজা বলেন, প্রতিনিধিদলটি দুই ভাগে বিভক্ত হয়ে ১৮০ জন রোহিঙ্গার সঙ্গে আলোচনা শুরু করেছে। একটি দল নদী নিবাস রেস্টহাউসে, অপর দলটি গণপূর্ত বিভাগের রেস্ট হাউসে আলোচনা চালিয়ে যাচ্ছে। মূলত, প্রত্যাবাসনে রোহিঙ্গাদের সম্মতি আছে কি না এবং রোহিঙ্গাদের দাবিদাওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। সন্ধ্যায় নাফ নদী অতিক্রম করে প্রতিনিধিদলটির মিয়ানমারে ফিরে যান।

মুচনী ২৬ নম্বর ক্যাম্পের মাঝি বজলুল ইসলাম বলেন, মিয়ানমারের প্রত্যাবাসনে ইস্যুতে তালিকাভুক্ত ও নতুন কিছু রোহিঙ্গাদের সাথে আজ জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদের সঠিক তথ্যটি যাচাই-বাছাই করেন।তারা এটা নিশ্চিত হতে চেয়েছেন, এক পরিবারের যদি ৫ সন্তান থাকেন এর মধ্যে থেকে ক’জন বাংলাদেশে ও ক’জন মিয়ানমারের জন্ম গ্রহন করেন।সে বিষয়টি তারা নিশ্চিত হবার জন্য তারা কাজ করছেন।তবে সেদেশে ফেরত নিয়ে যাওয়ার বিষয়ে সরাসরি বিস্তারিত আলাপ করেনি তারা।

উপস্থিত রোহিঙ্গাদের কয়েকজন বলেন, প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হচ্ছে। রোহিঙ্গা নেতারা বলছেন, রাখাইন রাজ্যের স্বাধীনভাবে বসবাসের নিরাপত্তা ও সুযোগ দেওয়া হলে তাঁরা ফিরে যেতে রাজি হবেন। কিন্তু রাখাইন রাজ্যের কোনো আশ্রয়শিবিরে থাকার ব্যবস্থা করলে রোহিঙ্গারা ফিরতে রাজি হবেন কি না, তা নিয়ে সন্দেহ আছে।

আরআরআরসি কার্যালয়ের কর্মকর্তা ও রোহিঙ্গা নেতারা বলেন, এর আগে রোহিঙ্গাদের মতামত যাচাই করতে মিয়ানমারের প্রতিনিধিদল টেকনাফে এসেছিলে দুবার। প্রথমবার গত ১৫ মার্চ টেকনাফ এসে শতাধিক রোহিঙ্গা নেতার সঙ্গে বৈঠক করে মিয়ানমারের ১৫ সদস্যের প্রতিনিধিদল।

দ্বিতীয় দফায় গত ২৫ মে টেকনাফে এসে রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করে ১৪ সদস্যের আরেকটি প্রতিনিধিদল। ওই বৈঠকগুলোতেও রোহিঙ্গারা একই মতামত তুলে ধরেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি দেখাতে গত ৫ মে ২০ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধিদলকে রাখাইন রাজ্যে নেওয়া হয়।

বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রিত ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে ৮ লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে। কিন্তু গত ছয় বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

টেকনাফের চলমান দুই পক্ষের আলোচনার মাধ্যমে সংকটের সমাধান আশা করছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

মিজানুর রহমান বলেন, পাইলট প্রকল্পের আওতায় আগামী ডিসেম্বরের আগে যেকোনো মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে। এ জন্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের টেকনাফে পৃথক পাঁচটি ট্রানজিট কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। জল ও স্থলপথে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে।

চীনের মধ্যস্থতায় পাইলট প্রকল্পের আওতায় ১ হাজার ১৭৬ জন রোহিঙ্গাকে রাখাইনে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়ে মিজানুর রহমান বলেন, উখিয়া-টেকনাফের আশ্রিত ক্যাম্প থেকে তালিকাভুক্ত রোহিঙ্গাদের প্রথমে ট্রানজিট কেন্দ্রে আনা হবে। তারপর আনুষ্ঠানিকতা শেষ করে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *