বিএনপি কে নির্বাচনে আসতে হবে- কৃষি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

টাংগাইলের মধুপুর অডিটোরিয়াম হলরুমে ২৬ অক্টোবর সকাল ১১.০০ টায় বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, মো: জোয়াহেরুল ইসলাম এমপি,টাংগাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম,পুলিশ সুপার টাংগাইল এর সরকার মোহাম্মদ কায়সার,মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, বিনা বোর্ড সদস্য/ধনবাড়ি উপজেলা আওয়ামিলীগের সভাপতি মীর ফারুক আহমেদ,টাংগাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। এসময় আরো উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল আল মামুন সহ টাংগাইল, ময়মনসিংহ ও জামালপুর অঞ্চলের কৃষি কর্ম কর্তা,কর্মচারীবৃন্দ এবং রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলানো মাটির কৃষক।যারা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে।
কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

প্রধান অতিথি ড. মো: আব্দুর রাজ্জাক তার বক্তব্যের এক পর্যায়ে বলেন বিএনপিকে নির্বাচনে আসতে হবে, তাদের শুভ বুদ্ধির উদয় হবে।তিনি আরো বলেন বাংলাদেশ কে ফসলে, শাকসবজি ও ফলমূলে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এ কর্মশালার আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *