৭৯ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্মীপুরে

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার মধ্যে লক্ষ্মীপুর সদর ও পৌরসভা, কমলনগর, রামগতি, রায়পুর, রামগঞ্জ এই ৫টি উপজেলায় ৭৯টি পুজা মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। রকমারি আলোকসজ্জার বর্ণালী বাহারে সাজানো হয়েছে পুজা মণ্ডপ ও তার আশপাশ এলাকা।

বিগত বছরের ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করে এ বছর বাড়তি নিরাপত্তা ব্যবস্থায় প্রতিটি মণ্ডপে আনসার ও পুলিশের কঠোর নজরদারি রাখা হয়েছে। স্থাপন করা হয়েছে প্রতিটি পুজা মন্ডপে সিসি ক্যামেরা।

লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা জানান, মন্ডপগুলোর নিরাপত্তায় সবগুলো প্যান্ডেল সিসি ক্যামরার আওতায় আনা হয়েছে।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এবার উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা হিন্দু সম্প্রদায়ের।

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন জানান, দুর্গোৎসব সফল করতে জেলা প্রশাসন ও পুলিশ দফায় দফায় বৈঠক করছেন আয়োজকদের সঙ্গে। পূজার নিরাপত্তায় প্রতিটি উপজেলায় ইউনিয়ন ও মণ্ডপভিত্তিক টহল টিম গঠন করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকেও সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *