
মো. তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :
ফিলিস্তিনের সাধারণ জনগণের ওপর বর্বর ইসরাইলের হামলার প্রতিবাদে নরসিংদী রায়পুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রায়পুরা উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় সর্বস্তরের তৌহিদী জনতার অনেকের হাতে ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে রায়পুরার পৌরসভা মাঠ থেকে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রায়পুরা উপজেলা মাঠ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল শেষ হয় ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দখলদার, নাস্তিক ও মুনাফিক ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে, তা ভালো মানুষের কাম্য নয়। অবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এর দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে।
বাংলাদেশের ১৬ কোটি ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন আছে ও ফিলিস্তিনি মুসলিমদের জন্য জীবন দিতে প্রস্তুত।
যেসব দেশ দখলদার ইসরায়েলিদের অনৈতিকভাবে সহযোগিতা করছে, তাদেরকে হাত জোড় করে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান বক্তারা। নারী-শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে কিছু না করার জন্য আরবলীগ, মুসলিমলীগ ও শক্তিধর মুসলিম দেশগুলোর প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। পাশাপাশি বক্তারা আরও বলেন এ যুদ্ধ বন্ধ ও সারা বিশ্বের মুসলিম এক হয়ে তা সমাধান করার আহবান জানান।
এসময় সিরাজনগর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা আঃ রহামান এর সভাপতিত্বে ও শ্রীরামপুর মদিনাতুল উলুম মাদ্রাসার মাওলানা ফজলুর রহমান এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রায়পুরা সাবেক ইউপি চেয়ারম্যান লতিফ মোল্লা রায়পুরা হাফিজিয়া মাদ্রাসার পিন্সিপাল মাওলানা মাসুদুর রহমান, রায়পুরা হাফিজিয়া মাদ্রাসা শাইখুল হাসিদ আমজাদ হুসেন, শ্রীরামপুর মক্কা মসজিদ ইমাম ও খতিব মুফতি হুসাইন আহমেদ প্রমুখ।