সম্পত্তিগত বিরোধে ঘুষির আঘাতে প্রাণ গেল দুদু গাজীর

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে সম্পত্তিগত বিরোধে প্রতিপক্ষ একই বাড়ির শাহজাহান গাজীর ছেলে ভাতিজা ইকবালের ঘুষির আঘাতে দুদু গাজী (৭০) নিহত হয়েছেন।

শনিবার ১৪ অক্টোবর সকালে ওই ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের ছোট সুন্দর এ.আলী. উচ্চ বিদ্যালয়ের সংলগ্নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিহতের বড় ছেলে মনির হোসেন জানায়, হেলাল গাজী গংরা আমাদের নিজেদের সম্পত্তিতে অন্যায়ভাবে ঘর নির্মাণ করে। এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে। ১৪ অক্টোবর শনিবার সকাল ১১টায় ওই সম্পত্তিতে পল্লী বিদ্যুতের লোকজন বৈদ্যুতিক সংযোগ দিতে আসলে আমার বাবা বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে হেলাল, রাসেল, শাহজাহান, শরীফ, ইকবালসহ ৭-৮ জন বাবাকে এলোপাতড়ি মারধর করেন।

একপর্যায়ে ইকবাল আমার বাবার বুকে ঘুষি মারলে মাটিতে লুঠিয়ে পরে। আমার ডাক চিৎকারে আমার পরিবারের ও আশপাশের লোকজন সহ বাবাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করে।

দুদু গাজীর স্ত্রী হোসনে আরা জানান, হেলাল গাজী গংরা সম্পত্তি দখল করেও ক্ষেন্ত হননি। তারা প্রকাশে হুমকী ধমকী দিয়ে আসছে একাধিক লাশ ফেলবে। তাদের কথাই সত্যি হলো। আর তারা আমার নির্ধোষ স্বামীকে নির্মম ভাবে হত্য করলো। আমি প্রশাসনের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।

নিহতের ভাই খোকন গাজী জানায়, হেলাল গাজী গংদের সাথে গত ৩ মাস ধরে সম্পত্তি গত বিরোধ চলছে। গত ২৩ সেপ্টেম্বর তারা আমাদের পরিবারের উপর হামালা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেন। এ ঘটনাায় চাঁদপুর আদালতে মামলা চলমান রয়েছে। এছাড়াও পুলিশ সুপার, চাঁদপুর মডেল থানায় একাধিক অভিযোগ করা হয়। হেলাল গাজী গংরা এলাকার নামধারী ভূমী দস্যু ও কিছু পাতি নেতাদের সত্র ছায়ায় ও ইন্ধনে আমাদের সম্পত্তি ও মার্কেট দখল করে নেয়। এ সম্পত্তিতে আমরা গেলে আমাদের প্রাণে মেরে ফেলবে আজ তারা তাই ঘটিয়েছে। আমার নিরপরাধ ভাইকে পিঠিয়ে হত্য করেছে। আমরা এর বিচার চাই।

রামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাংগঠানিক সম্পাদক মনির হোসেনের পিতার মৃত্যুর খবর শুনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ প্রায় ৫ শতাধিক নেতাকর্মী চাঁদপুর সদর হাসপাতালে তাকে দেখতে আসেন। তারা এই হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

এ বিষয়ে হেলাল গাজী গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের কাউকে পাওয়া যায়নি।

৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী জানান, ঘটনাটি শুনে আমি তাৎক্ষনিক গ্রাম পুলিশ পাটিয়েছি। এখানে মারামারির কোন ঘটনা ঘটেনি। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে আমিও ঘটনাস্থলে যাই।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারী সার্জন ডা. মো. মনসুর আহমেদ কায়সার জানান, হাসপাতালে বৃদ্ধকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।

ঘটনার খবর শুনে হাসপাতালে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম, ওসি (তদন্ত) মো. শামছুল আলম, এসআই লোকমান হোসেন, জাকির হোসেন ও এএসআই সঞ্জয় ছুটে আসেন। এসআই লোকমান হোসেন লাশের সুরতহাল করেন।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, লাশটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দুদু গাজীর এ হত্যাকান্ডকে কেন্দ্র করে ইউনিয়নের ছোট সুন্দর গ্রামে থমথম অবস্থা বিরাজ করছে। এ ঘটনার পরেও হেলাল গাজী গংরা নিহতের পরিবার ও তাদের ভাইদের ঘর ভাংচুর করে বলেও জানায়। তবে যে কোন সময় বড় ধরনে দূর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *