নোয়াখালীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপ নিয়ে হাজির রোগী

নিজস্ব প্রতিবেদক :

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বিষাক্ত গোখরা সাপে কাটা পড়া রোগী সেই সাপ নিয়েই হাসপাতালে ভর্তি হোন।

বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাপে কাটা রোগী মো. কামাল (৪৫) উপজেলার পরকোট-দশঘরিয়া ইউনিয়নের পশ্চিম পরকোটের কবির বাড়ির মৃত কালা মিয়ার পুত্র। তিনি সাপে কাটা পড়ার পর, সেই সাপ বস্তায় ভরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কামাল বলেন, উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে সাপটি ধরেন। তারপর সাপের বিষাক্ত দাঁত ভাঙতে গিয়ে, দুপুরে সাপের কামড় খান। এরপর সাপ নিয়েই হাসপাতালে চলে আসেন।

চাটখিল উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহীদুল আহমেদ নয়ন ভর্তির বিষয়টি নিশ্চিত করলেও এই বিষয়ে তিনি আর কোনো কথা বলতে রাজি নয় তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ সাপ নিয়ে হাসপাতালে অবস্থান করতে বাধা দেওয়ায়, বেলা আড়াইটার সময় চাটখিল উপজেলা গেটের ব্রিজের পাশে সাপটি অবমুক্ত করে আবার হাসপাতালে চিকিৎসা নিতে চলে আসেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *