ইলিশের প্রধান প্রজনন মওসূম উপলক্ষে সচেতনতা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :

১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মওসুম উপলক্ষে সচেতনতা সভা ১১ অক্টোবর বিকালে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা ফিল্ড অফিসার মৎস্য অধিদপ্তর মোঃ শহিদুল আলম এর সঞ্চালনায় সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরী এবং বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি নৌ-পুলিশ ও’সি তপন কুমার বিশ্বাস, টেকনাফ মডেল থানার পুলিশ অফিসার মোঃ শাহাদাত হোসাইন,টেকনাফ কোস্ট গার্ড পেটি অফিসার আব্বাস উদ্দীন ও এসডিএফ এর ক্লাস্টার অফিসার রমেন্দ্র ঘোষ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দপ্তর কতৃক আয়োজিত এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) টেকনাফ ক্লাস্টার এর সহযোগিতায় ইলিশ প্রধান প্রজনন মওসুম উপলক্ষে বিভিন্ন তথ্য উপাত্ত বিষয়ে দিক নিদর্শনা দেওয়া হয়। মৎস্য সংরক্ষণ আইন এ সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মওজুদ, বাজারজাত কারণ,ক্রয় ও বিক্রয় বিনিময়,সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন ভঙ্গকারীর শাস্তি কমপক্ষে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫০০০ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাবে। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সভাপতি সমাপনী বক্তব্যে উপস্থিত জেলেদের ২২ দিন মৎস্য আহরণসহ এর সাথে সংযুক্ত বিষয়ের প্রতি গুরুত্বারুপ করেন। উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *