মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চন্দ্রা ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়নের লক্ষে মা ইলি রক্ষার আওতায় জেলেদের মাঝে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকাল ১০ টা থেকে ১৭৯৮ জন নিবন্ধিত ছেলেদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী, ইউপি সচিব বশির আহমেদ, উপজেলা উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদদ সালাহ্ উদ্দিন, উপজেলা মৎস্য প্রতিনিধি তসলিম হোসেন, ইউপি সদস্য, খাজা আহমদ পাটওয়ারী, আলী আহমদ কবিরাজ, শেখ ফরিদ আহমেদ রুবেল, আলমগীর হোসেন, আবুল কালাম পাটওয়ারী, মিজানুর রহমান, আঃ কুদ্দুস পিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগ সহসভাপতি লায়ন নয়ন খান, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান, অর্থ সম্পাদক স্বপন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ মোঃ আলমগীর, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিয়া বাবু, সদস্য রাসেল পাটওয়ারী, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুপম পাটওয়ারী, ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নাসির খান, ৮ নং ওয়ার্ড সভাপতি মনু শেখ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।