লক্ষ্মীপুরের রায়পুরে কুকুর কামড় দিয়ে আহত ২ জন

নাজমুল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় কুকুরের কামড়ে ২ জন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালের দিকে এ ঘটনা ঘটে। আহতরা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান। সেখানে জলাতঙ্কের টিকা একজনে না পেয়ে জেলা সদর হাসপাতালসহ ছুটছেন জান।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, কুকুরের কামড়ে আহতদের চিকিৎসা ২ জন আসেন। একজনকে র০্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে অন্য জনকে সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা: আহাম্মদ কবীর বলেন, কুকুরের কামড় খাওয়া রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ র০্যাবিস ভ্যাকসিন আছে। তাদের মধ্যে কোনো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা যদি র০্যাবিস ভ্যাকসিন না থাকে, তাহলে চাহিদা প্রেরণ করবে। চাহিদা প্রেরণ ভিত্তিতে তাদের কে র০্যাবিস ভ্যাকসিন দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *