রামগঞ্জে তিন হসপিটালের ২লাখ টাকা জরিমানা: ড্রেজার অপসারন

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রামগঞ্জে তিন হসপিটালের মালিককে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন৷

এসময় এর একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।

রামগঞ্জ বাইপাস সড়কের আল ফারুক হসপিটাল ৫০ হাজার টাকা, নিউ লাইফ (হলি হোপ হসপিটাল) ১লাখ টাকা ও আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনিরা খাতুন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে ও পরিক্ষা নিরীক্ষা, ডেঙ্গু পরিক্ষায় (সিবিসি) সরকারিভাবে নির্ধারিত টাকার অতিরিক্ত টাকা নেয়ার কারনে হসপিটালগুলোতে অভিযান চালানো হয়। এছাড়া রামগঞ্জ উপজেলার পানপাড়ার একটি মাঠে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সাইফুল আমিন ও Rab -১১ নোয়াখালী সিপিসি-৩ এসপি গোলাম মোর্শেদ আলমসহ Rab এর একটি টিম উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *