ইউপি সদস্যকে ছুরিকাঘাত টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিদ্দিক আহমদ(৩৫)কে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা স্ত্রীর স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

সে উপজেলার সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের বাসিন্দা মৃত খুইল্ল্যা মিয়ার ছেলে ও সাবরাং ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

রোববার রাত ১০টার দিকে সাবরাং ইউনিয়নের বাহারছড়া মৎস্য ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটছে। আহত ইউপি সদস্যের ছিদ্দিক আহমদের ভাতিজা সৈয়দ আহমেদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আহতের পরিবার সূত্র জানায়, টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরপাড়া শশুর বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আট ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বাড়িতে যাওয়ার সময় সাবরাং বাহারছড়া মৎস্য ঘাট এলাকায় মাছ কেনার জন্য অপেক্ষা করছিলেন ছিদ্দিক আহমদ।এসময় বাহারছড়ার আনার আলীর ছেলে আমানুল্লাহ(২৫) ছিদ্দিক আহমদকে একা পেয়ে এলোপাতারি ছুরিঘাত করে তার সঙ্গে থাকা নগদ ৫০হাজার টাকা ও আট ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।এসময় আহত ইউপি সদস্য ছিদ্দিকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আমানুল্লাহ পালিয়ে যায়।আহত ইউপি সদস্যকে উদ্ধার করে স্থানীয় লোকজন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান ইউসুফ বলেন, রাত সাড়ে দশটার দিকে দাঁড়ালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন।তার ঘাঁড়, ডান হাতের বাহু ও কোমড়ে দাঁড়ালো অস্ত্রের আঘাত রয়েছে।প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।তবে তার অবস্থা আশঙ্কা জনক।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, দুর্বৃত্ত কর্তৃক একজন ইউপি সদস্যকে ছুরিকাঘাতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *