রামগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন ও পুরষ্কার বিতরণ

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের বাউরখাড়া খোর্দ্দনগর সমাজকল্যাণ সংঘের উদ্যোগে ১ম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর শনিবার দিনব্যাপী উপজেলার বাউরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

তিলাওয়াত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উজানী মাদ্রাসার হাফেজ বিল্লাল হোসাইন, জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মুহাঃ সাবের আহমাদ, দাওয়াতুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে দল্টা কেন্দ্রীয় জামে মসজিদের মুহতামিম মনির আহমেদের সভাপতিত্বে ও হিরাপুর অলী বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক ওমর ফারুক মাসউদির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক সরোয়ার শেখ, মোঃ মজিবুর রহমান শেখ, নজির আহমেদ মাষ্টার, ফয়েজ আহমেদ মজুমদার, শাহিন আলম মজুমদার, জাহাঙ্গীর আলম সোহেল, খোরশেদ আলম সবুজ, জাহিদ হাসান শেখ, সেলিম মজুমদার, রিয়াজ শেখ, শাহাদাৎ হোসেন কালু, টিপু সুলতান, মোঃ নিশাদ, আবীদ শেখ, আসাদ পাল, টিপু খামার , মোঃ তামীম, নাহীদ শেখ, মোরশেদ শেখ, মামুন শেখ, রাশেদ সহ প্রমুখ।

এসময় প্রতিযোগিতায় ১০ টি মাদ্রাসার মোট ৪০ জন শিক্ষার্থী অংশ নেন।প্রতিযোগিদের মধ্যে ১ম রাউন্ডে ১৯ জনকে যাচাই বাছাই করে ফাইনল রাউন্ডে মোট ৩ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মধ্যে ১ম স্থান অর্জন করেন ভাটরা সামছুন নাহার তালীমুল কুরআন মাদ্রাসার ছাত্র মোঃ উসাইম, ২য় স্থান অর্জন করেন জামিয়া ইসলামিয়া দল্টা মাদ্রাসার মোঃ জিহাদ, ৩য় স্থান অর্জন করেন অলী বাড়ি হাফেজিয়া মাদ্রাসার মোঃ তাহমীদ। এসময় তাদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ৪০ জন শিক্ষার্থীকে শান্তনা পুরষ্কার দেন আয়োজক কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *