ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামের পাশে লেখা ছিল ‘ভোট চোর’, মুছে পাসওয়ার্ড রদবদল

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউছুফ আলীর নামের পাশে ‘ভোট চোর’ লেখায় সমালোচনার সৃষ্টি করেছে। তবে উপজেলা আইসিটি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রোগ্রামার জয়দ্বীপ রায় দাবি করেছেন, ঘটনাটি দুষ্কৃতকারীরা ঘটিয়েছে। তারা বাতায়নটি হ্যাক করে নিজেদের দখলে নিতে চেয়েছিল। বিষয়টি জানার ১৫ মিনিটের মধ্যেই সমস্যার সমাধান করা হয়।

সূত্র জানায়, শুক্রবার রাতে চরমার্টিন ইউপি তথ্য বাতায়ন পাতায় এক তথ্যপ্রত্যাশী প্রবেশ করেন। এ সময় চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ লেখাটি দেখেন তিনি। ঘটনাটির স্ক্রিনশট নিয়ে তিনি ফেসবুক আইডিতে ছড়িয়ে দেন। পরে কর্তৃপক্ষের নজরে এলে তা মুছে ফেলা হয়।

চরমার্টিন ইউনিয়নের ইউডিসি উদ্যোক্তা মো. ওমর ফারুক বলেন, ‘দুষ্কৃতকারীরা অ্যাডমিন পাসওয়ার্ড হ্যাক করে চেয়ারম্যানের নামের পাশে বিকৃত শব্দটি লিখে দিয়েছে।’ তিনি বলেন, ‘পরে নতুন পাসওয়ার্ড দিয়ে বিকৃত শব্দটি পরিবর্তন করা হয়েছে।’

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউছুফ আলী বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। প্রথমে একজন সাংবাদিক ঘটনাটি আমাকে জানিয়েছেন।

তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়কে ঘটনাটি অবহিত করি। এরপর ঠিক করা হয়েছে।’

কমলনগর আইসিটি অফিসের সহকারী প্রোগ্রাম (অতিরিক্ত দায়িত্ব) জয়দ্বীপ রায় বলেন, ‘ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় আমাকে জানিয়েছিলেন। দুষ্কৃতকারীরা হ্যাক করে চেয়ারম্যানের নামের পাশে বিকৃত শব্দটি লিখে দিয়েছে।’

তিনি আরো জানান, প্রতিদিন তথ্য বাতায়ন পেজ বহু মানুষ ভিজিট করে।

এতে দুষ্কৃতকারীকে শনাক্ত করা কঠিন। গোয়েন্দা সংস্থা কর্তৃপক্ষ চাইলে এসব দুষ্কৃতকারীকে খুঁজে বের করতে পারে।

কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *