রঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবার খোলাআকাশের নিচে বসবাস

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব মাছিমপুর ৫নং ওয়ার্ডের হিন্দু অধ্যুষিত এলাকায় ৮টি বসত ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ চন্ডিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব মাছিমপুর গ্রামের হিন্দু অধ্যুষিত এলাকায় বাসিন্দা। দেবনাথ বেপারি বাড়ির বৃষ্টি দেবনাথ (৩৫), উদ্য পাটওয়ারী বাড়ির বিধবা রেজিয়া বেগম,সমীর পাল, মোঃ আব্দুল মান্নান,সুভাষ দেবনাথ, রঞ্জন দেবনাথ,লকিয়ত উল্লাহ মিজির বাড়ির মোঃ শাহ আলম, দফদার পাটওয়ারী বাড়ির আব্দুর রশিদ, ছোট পাটওয়ারী বাড়ির সুবাস চন্দ্র পাল আজ রোববার গণমাধ্যম কর্মিদেরকে জানিয়েছেন রহস্যজনক অগ্নিকাণ্ড আমাদের ৮টি বসত বাড়ি,রান্নাঘর সহ গো- খাদ্যর কয়েকটি খড়কুটো মোছা জ্বালিয়ে দিয়েছে। অগ্নিকান্ডে আমাদের বসতঘর সহ নিত্য প্রয়োজনীয় আসবাপত্র,খাদ্য সামগ্রী আগুনে পুড়ে গিয়েছে।

বর্তমান আমরা খোলা আকাশে বসবাস করে যাচ্ছি।
খাদ্য সংকট সহ নানা সমস্যা জর্জরিত হয়ে পড়েছি।
ক্ষতিগ্রস্ত মধ্যে অনেকে জানিয়েছেন একই গ্রামের মো: টিপু মিয়া শত্রুতার জেরধরে ঘটনার দিন রাত ১১ টার পর থেকে গ্রামের ৮টি বসতঘর,রান্নাঘর, গো- খড়কুটোর মোছাতে অগ্নিসংযোগ করেছেন। গ্রামবাসি হাতেনাতে টিপুকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছেন।

ক্ষতিগ্রস্তরা আরও জানিয়েছেন টিপু মিয়া এমন ঘটনা আগেও গ্রামে ঘটিয়েছে। আগেও আমাদের গ্রামে ৫টি বসতঘর ঘরে পাঁচ-ছয় বার অগ্নিসংযোগ করেছেন।

আমরা গ্রামের মেম্বার ও গ্রাম পুলিশের কোন সহযোগিতা পায়নি। গ্রামের মানুষের বিপদ-আপদ তাহাদেরকে পাওয়া যায়না।মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক এসআই কাউছার জানিয়েছেন টিপুকে জিম্মা ছেড়েছি। ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে মামলা করলে টিপুকে ফের গ্রেপ্তার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *