জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টেকনা প্রতিনিধি :

টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

শনিবার জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ বি’এ এর সভাপতিত্বে ও ফারুক শরীফের সঞ্চালনায় দুপুর ২ টা আলো শপিং কমপ্লেক্সের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, সরকার মানুষকে বোকা ভাবছে। এদেশে এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচনের তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয়ে যাবে তা এত সহজ নয়। এক দফা চলমান অহিংস আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে নিরেপক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি। যে ভোটাধিকারের জন্য মানুষ সংগ্রাম করছে তা পুনরুদ্ধার না করা পর্যন্ত এ দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া যাবেনা।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জাফর আলম মেম্বার। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমদ কাউন্সিলর,সাবেক সহসভাপতি জালাল আহমদ মেম্বার,টেকনাফ উপজেলা বিএনপির সহ সভাপতি নুরু নবী, পৌর বিএনপির সহ সভাপতি আনোয়ার কামাল আনু,টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সিদ্দিক আহমদ মেম্বার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোহাম্মদ সেলিম-যুগ্ন আহ্বায়ক, টেকনাফ উপজেলা যুবদল,আব্দুল আমিন- সভাপতি, তাতীদল, টেকনাফ উপজেলা ও সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দল টেকনাফ উপজেলা। মোহাম্মদ আজিজ – সাধারণ সম্পাদক, টেকনাফ উপজেলা তাতীদল,কায়েস মাহমুদ-সাধারণ সম্পাদক, তাতীদল,টেকনাফ পৌর শাখা,নুর কামাল -সাবেক সাধারণ সম্পাদক, টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি,নুরুল ইসলাম ইসু-সাবেক আহ্বায়ক, সেচ্ছাসেবক দল, টেকনাফ ইউনিয়ন সদর,শাহ আজিজ-সাবেক সাধারণ সম্পাদক, সেচ্ছাসেবক দল,টেকনাফ সদর ইউনিয়ন,মোহাম্মদ তৈয়ুব- সমন্বয়ক মৎসজীবিদল,উখিয়া টেকনাফ,আব্দু রহিম মুন্না- টেকনাফ পৌর যুবদল নেতা, মোহাম্মদ আমীন- পৌর যুবদল নেতা,আব্দুর রহমান বোখারী- সদস্য সচিব, টেকনাফ পৌর ছাত্রদল,আব্দুল্লাহ আল নোমান- সদস্য সচিব, টেকনাফ সরকারি কলেজ ছাত্রদল,খাইরুল বশর- মৎসজীবীদল, সভাপতি, টেকনাফ সদর ইউনিয়ন,মোঃ সাইফুল ইসলাম-যুগ্ম আহ্বায়ক, টেকনাফ উপজেলা ছাত্রদল, আবদুর রহমান ইবনে আমিন সভাপতি শাহ পরীর দ্বীপ ইউনিয়ন ছাত্রদল, জাহাঙ্গীর প্রমূখ।

আলোচনা সভা শেষে এক বর্নাঢ্য র্যালী টেকনাফের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *