ফুটবলকে বিদায় বললেন আলবা

ক্রীড়া প্রতিবেদক :

বেশ কিছু দিন গুঞ্জন শোনা যাচ্ছিল আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন জর্দি আলবা। অবশেষ সেই গুঞ্জন সত্য হলো। মাত্র ৩৪ বছর বয়সেই তিনটি বিশ্বকাপ, তিনটি ইউরো চ্যাম্পিয়নশিপ খেলার অভিজ্ঞতা নিয়ে বুটজোড়া তুলে রাখলেন তিনি। স্পেনের জার্সিতে আর দেখা যাবে না এই ফুটবলারকে। শুক্রবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবং আলবা নিজেও এই খবর নিশ্চিত করেছে।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) আলবার শুভকামনা জানিয়ে এক বিবৃতিতে লেখেন, ‘৩৪ বছর বয়সে জর্দি আলবা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার ক্যারিয়ারের জন্য শুভকামনা। ধন্যবাদ জর্দি।’

২০১১ সালের অক্টোবরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের জার্সিতে অভিষেক আলবার। জাতীয় দলের হয়ে ৯৩ ম্যাচ খেলেছেন তিনি। স্পেনের ২০১২ ইউরো জয়ী স্কোয়াডের অংশ ছিলেন আলবা। ইতালির বিপক্ষে ফাইনালে ৪-০ গোলের জয়ের ম্যাচে স্কোরও করেছিলেন। তাঁর নেতৃত্বে ২০২৩ সালের জুনে নেশনস লিগও জিতেছে স্পেন। ফাইনালে স্প্যানিশরা পেনাল্টি শুটআউটে হারায় ক্রোয়েশিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *