মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের মানববন্ধন (M H V)

মোঃতৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় রায়পুরা উপজেলা পরিষদ মাঠে রায়পুরা উপজেলায় মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের MHVএক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচীতে বলা হয়। রায়পুরা উজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অধীনে করোনা কালীন সময়ে ৩৬৩জন ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়। করোনা কালীন সময় হইতে অদ্যবতী পর্যন্ত রায়পুরা উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নসহ প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ধরনের কোভিড স্বাস্থ্য সচেতনতা মাতৃ সচেতনতা, ই পি, আই হামরুবেলা, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো সহ উপজেলা স্বাস্থ্য সহকারীদের কে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি।

বক্তারা বলেন, আগস্ট মাস শোকের মাস এ মাসের যেমনি ভাবে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছে, ঠিক তেমনি ভাবে সমস্ত বাংলাদেশে আমাদের সকল কর্মীদেরকে ছাটাই করে হত্যা করার মত মানবতার জীবন যাপন করার দিকে ঠেলে দিচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আকুল আবেদন। আমাদেরকে ছাটাই না করে সামান্যতম বেতনে হলেও কর্ম অবস্থায় রেখে আমাদের পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার সুযোগ দেওয়ার অনুরোধ করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা শাখার সভাপতি উজ্জল মিয়া, সোহাগ মিয়া, মোমেন হাসান রানা,সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি( M H V)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *