চাঁদপুরে ৩ ডাব বিক্রেতার ৯ হাজার টাকা জরিমানা

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং জেলা প্রশাসক চাঁদপুর নির্দেশনায় ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে চাঁদপুর শহরের ডাবের উপর অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার ২৯ আগস্ট দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড, বাস স্ট্যান্ড, কোর্ট প্রাঙ্গন,চেয়ারম্যান ঘাট,কালী বাড়ি, জোড় পুকুরপাড় ও সসরকারি জেনারেল হাসপাতালের সামনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করে।

অভিযানে ডাব বিক্রেতাদেরকে নিজেদের ইচ্ছেমত দামে ডাব বিক্রি করতে দেখা যায়। সর্বনিম্ন ৯০ টাকা থেকে ১৩০ টাকা পর্যন্ত ডাব বিক্রি করতে দেখা গেছে।
অভিযানে পরিলক্ষিত হয়েছে যে ৫০ থেকে ৭০ টাকায় ক্রয়কৃত ডাব বিক্রি করা হচ্ছে ৯০ থেকে ১৩০ টাকায়।
অযৌক্তিক ও অতিরিক্ত দামে ডাব বিক্রি ক্রয় ভাউচার দেখাতে না পারায় বড় স্টেশন মোলহেড এলাকার ডাব বিক্রেতা চাঁদ মিয়ারকে ৩ হাজার টাকা, বাচ্চু মাঝিকে ৩ হাজার টাকা এবং জোড় পুকুর পাড়ের চান্দু মিয়াকে ৩ হাজার টাকা সহ সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

পাশাপাশি বড় স্টেশন মোলহেডে ২ জন ডাব বিক্রেতা ৬০ করে ডাব বিক্রি করতে রাজি হলে উপস্থিত জনতা প্রায় ১০০ টি ডাব তাৎক্ষণিকভাবে ৬০ টাকা করে কিনে নেয় । এছাড়াও অন্যান্য ডাব দোকানদেরকে সতর্ক করা হয়েছে। সবাইকে ক্রয়রশিদ সংগ্রহ করে ডাব বিক্রি করতে বলা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিল সদর স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার,জেলা ক্যাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকার। অভিযানে সহায়তা করেন চাঁদপুর মডেল থানা পুলিশ এর একটি চৌকশ টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *