লক্ষ্মীপুর জেলায় নতুন পোশাক-সাইকেল পেলেন গ্রাম পুলিশেরা

নিজস্ব প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুর জেলার গ্রাম পুলিশের ৩২২ জন সদস্যকে নতুন পোশাক ও নতুন বাইসাইকেলে দেওয়া হয়েছে গতকাল। এরমধ্যে সদর উপজেলার ১৫ ইউনিয়নের ১২৯ জনকে সাইকেল ও ২১ ইউনিয়নের ১৯৩ জনকে নতুন পোশাক দেওয়া হয়।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে গ্রাম পুলিশ সদস্যদের হাতে জেলা প্রশাসক সুরাইয়া জাহান নতুন পোশাক ও বাইসাইকেল তুলে দেন।

এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তন সদরের ২১টি ইউনিয়নের চেয়ারম্যান ও দায়িত্বরত গ্রামপুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পরিকল্পনা অনুযায়ী সবাই মিলেমিশে কাজ করলেই এগিয়ে যাওয়া সম্ভব হবে। আমাদের গ্রামীণ জনগোষ্ঠীকে সুরক্ষা ও সুশৃঙ্খল রাখতে অক্লান্ত পরিশ্রম করছে গ্রাম পুলিশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *