টেকনাফে ৬ হাজার ইয়াবাসহ ডিএনসির জালে নারী কারবারী

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফে ৬ হাজার পিস ইয়াবাসহ গৃহবধুকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোন।

সোমবার (২১ আগষ্ট) রাত সাড়ে ১২টার সময় হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার জিয়া উদ্দিন উরফে বাবুল শিকদার এর বাড়ি হতে এসব মাদক উদ্ধার করা হয়। ধৃত নারী বাবুল সিকদারের স্ত্রী রুজিনা আক্তার (২০)।

টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তাফা জানান, মাদক মজুদের গোপন সংবাদের ভিত্তিতে জিয়া উদ্দিন উরফে বাবুল শিকদার এর বাড়িতে অভিযান চালায় ডিএনসি। এসময় ডিএন্সির উপস্থিতি টের পেয়ে বাবুল সিকদার পালিয়ে যায়। পরে তার স্ত্রী রুজিনা আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্য মতে শয়নকক্ষের খাটের উপর বালিশের কাভারের ভিতর কনডমের আবরণে মোড়ানো অবস্থায় ৬ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

আইনী প্রক্রিয়া শেষে জিয়া উদ্দিন উরফে বাবুল শিকদারকে পলাতক আসামী করে জব্দকৃত মাদকসহ ধৃত রোজিনাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসি’র এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *