বড়খেরী এলাকায় মেঘনা নদীতে ভেসে উঠা মৃত ডলফিন উদ্ধার





নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বড়খেরী এলাকায় মেঘনা নদীর পাড় থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার দুপুরের দিকে প্রায় ১২০ কেজি ওজনের পাঁচ ফুট লম্বার ডলফিনটি উদ্ধার করা হয়। পরে, মৃত ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত নেয় নৌ-পুলিশ।

বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নৌ পুলিশ ফাঁড়ী সংলগ্ন মেঘনা নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখা স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে, সেটিকে উদ্ধার করে তীরে উঠানো হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন, প্রাণীসম্পদ ও মৎস্য দপ্তরকে অবহিত করলে ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. নজরুল ইসলাম বলেন, ডলফিনটি জীবিত উদ্ধার করা হলে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতাম।

জাহাজের পাখার সাথে আঘাত পাওয়ায় খাবার না খেতে না পেরে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের। ডলফিনটির সম্মুখের নিচের চোয়াল ভাঙ্গা ও গায়ের বিভিন্ন অংশের চামড়া খসে পরা। পরবর্তীতে নৌ-পুলিশ ফাঁড়িতে মৃত ডলফিনটিকে মাটিতে পুতে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *