আব্দুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে কোরআন খতম ও আলোচনা অনুষ্ঠিত

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্টের সকল শহীদদের শাহাদতবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রামগঞ্জ উপজেলার ভাটরা ইউপি আব্দুর রশিদ ফাউন্ডেশন এর উদ্যোগ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে হিরাপুর জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠানে ১৫ই আগস্ট শাহাদত বরণ কারীদের রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও আব্দুর রশিদ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ তসলিম পাটোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ ফাউন্ডেশনের সদস্য মোঃ বেলাল হোসেন,ভাটরা ইউপি আওয়ামীলীগের সদস্য মিজান মিজি, মোশারফ হোসেন, রহমতুল্লাহ কারী সহ প্রমুখ। এ সময় মোঃ তসলিম পাটোয়ারী বলেন, কোনো জাতি এত অল্প সময়ে এত রক্ত দিয়ে স্বাধীন হয়েছে এমন নজির পৃথিবীতে বিরল। বঙ্গবন্ধুর কারণে এবং বঙ্গবন্ধুর ডাকেই এটি সম্ভব হয়েছে। আমাদেরকে ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর দেশপ্রেম, আদর্শ ও চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ। এ সময় আব্দুর রশিদ ফাউন্ডেশন এর সকল সদস্যরা ও আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন পরে প্রায় ৩শত লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *