লক্ষ্মীপুর জেলায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সজিব নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে বেশিরভাগই বিএনপি নেতাকর্মী।

মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর শহরের সামাদ মোড়, বাগবাড়ী ও তেরবেকী এলাকায় আলাদা আলাদা এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে, তার কোনো রাজনৈতিক পদ-পদবী জানা যায়নি।

সজিব লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, বিএনপি মিছিল নিয়ে নাশকতার উদ্দেশ্যে হাইওয়ে সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। বিএনপি’র হামলায় সদরের ওসি মোসলেহ উদ্দিন, সদর সার্কেল সোহেল রানাসহ পুলিশের ১০জন আহত হন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *