লক্ষ্মীপুরে সংঘর্ষ-ভাঙচুর-কৃষকদল নেতা হত্যায় ৪ মামলা

মুহাম্মদ সাকিল হোসাইন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :


লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ-ভাঙচুর ও কৃষকদল নেতা সজিব হোসেন নিহতের ঘটনায় থানায় চারটি মামলা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লক্ষ্মীপুর শহরের কলেজ রোড ও মজুপুর এলাকায় পুলিশ-বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এসপি জানিয়েছেন, নিহত সজিবের মেজো ভাই মো. সুজন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে সদর মডেল থানায় মামলা করেছেন। কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজু তার বাসভবন ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় একই থানায় মামলা করেছেন। এছাড়া পুলিশ বাদী হয়ে দায়িত্ব পালনে বাধা, হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত ও বিস্ফোরকসহ নাশকতা ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশের করা দুই মামলায় আসামিদের নাম প্রকাশ করা হয়নি।

এদিকে, দুপুর ১টার দিকে নিহত সজিবের গায়েবানা জানাজায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সজিব হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ জড়িত। পদযাত্রায় হামলা চালানোসহ হতাহতের ঘটনায় আলাদা মামলা করা হবে।
তবে রাত সাড়ে ৮টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান বলেন, এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। হামলাকারীদের নাম-পরিচয় সংগ্রহ করে মামলা করবো।

বিকেলে এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, কলেজ রোড এলাকায় ছাত্রলীগের কোনো নেতাকর্মী ছিল না। একজন পথচারীকে কে বা কারা হত্যা করেছে, বিএনপি এখন তাদের কর্মী বলে রাজনৈতিক ইস্যু তৈরি করতে চাচ্ছে।

এদিকে, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, সজিব হত্যাকাণ্ড অরাজনৈতিক। সে বিএনপির পদযাত্রাতে অংশ নিতেও আসেনি। পূর্ব শত্রুতার জেরে চার-পাঁচজন লোক সজিবকে কুপিয়ে হত্যা করেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) লক্ষ্মীপুরে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের একপর্যায়ে কৃষক দল নেতা সজিব হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। সজিব সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধন্যপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *