রায়পুরায় ইমাম-মুয়াজ্জিন ও চরাঞ্চলের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

মোঃ তৌফিকুল হক,সিনিয়র স্টাফ রিপোর্টার
রায়পুরা,(নরসিংদী)

নরসিংদী রায়পুরা উপজেলাধীন সকল ইমাম-মোয়াজ্জিন ও চরাঞ্চলের জনপ্রতিনিধিদের সাথে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা মাঠ প্রাঙ্গনে এ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আজগর হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শিক্ষাবীদ লায়লা কানিজ লাকি আরও বক্তব্য রাখেন আবদুল মোমেন সরকার চেয়ারম্যান চানপুর ইউনিয়ন, ফেরদৌস কামাল জুয়েল চেয়ারম্যান পাড়াতলী ইউনিয়ন।এসময় জেলা তার বক্তব্যে প্রশাসক বলেন,
মসজিদের ইমাম ও খতিব তাদের খুতবায় সমাজের বিভিন্ন অনিয়ম,মাদকের অপব্যবহার ও বিভিন্ন অসংগতি তুলে ধরলে সমাজ ব্যবস্থার অনেক পরিবর্তন হবে।এসময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা রিপোর্টাস ক্লাবের সভাপতি মনির হোসন সাধারণ সম্পাদক অজয় সাহা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম।অনুষ্ঠান শেষে ৭ জন পত্রিকা হকারদের মাঝে সাতটি(৭) বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক নরসিংদী মহোদয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *