সাবরাং বেইঙ্গা পাড়ার কাঁচা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে

মোহাম্মদ ইউনুছ অভি :

কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল যাওয়ার রোডে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন বেইঙ্গা পাড়ার কাঁচা রাস্তাটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।

সামন্য বৃষ্টিতে কাঁচা সড়কটি কাদায় ভরপুর হয়ে সড়কে রিক্সা , টমটম, সিএনজি, গাড়ি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে আছে
কাঁচা রাস্তাটির মধ্যে কাদায় থাকার কারণে মানুষ হেটে চলাচল করতে সাধ্য কষ্ট হচ্ছে
ফলে বেইঙ্গা পাড়া ১০/১২ টি পরিবার চলাচল ও যাতায়াতের অনিবার্য দুর্যোগ পোহাতে হচ্ছে

এই রাস্তাটি কাঁচা রাস্তা হওয়ার কারণে সামন্য বৃষ্টিতে কাদায় ভরে যায়। তখন এই সড়ক দিয় চলাচলের জন্য সামাস্য হয়ে দাঁড়ায়
এলাকা বাসী বলেন এই রাস্তাটি ১৯৭০ থেকে ১৯৭৫ সাল থেকে এই রাস্তাটি আছে
এখনও এই রাস্তাটির কাচাঁ রাস্তায় রয়ে গেছে এবং উন্নয়নের ছোয়া লাগেনি

এলাকাবাসীর ধারণা বিভিন্ন যায়গায় রাস্তা ঘাট হলে এই বেইঙ্গা পাড়ার কাঁচা রাস্তাটি কোন মেরামত হচ্ছে না

এলাকা বাসী বলেন, এই কাঁচা সড়কটির মধ্যে ইট বিছানো হলে যাতায়াতের জন্য সুবিধা হতো বলে জানান এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *