নিজস্ব প্রতিবেদক :
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কেজি সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জের জামাল ভূইয়া পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়।
তিনি বিমানবন্দরে বেসরকারি কোম্পানি ক্রাউনের ক্লিনার। সোমবার (১২ জুন) পরিত্যক্ত অবস্থায় ৬০টি সোনার বার (প্রায় ৭ কেজি) উদ্ধার করে ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এর আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক সানজিদা শারমিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাতার থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটে ওইসব সোনার চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিমানের একটি সিটের নিচে তল্লাশি চালানো হয়।
পরে একটি ডাস্টবিনেও তল্লাশি চালানো হয়। এর দায়িত্বে ছিলেন আটক জামাল ভুইয়া। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরা হয়। এ সময় তিনি স্বীকার করেন তার হেফাজতে সোনার চালান আছে।
৯ নম্বর বোর্ডিং ব্রিজের কাছে রাখা একটি ডাস্টবিনে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় সোনাগুলো পাওয়া যায়। এগুলোর ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম।